ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এই অবস্থায় বর্তমানে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন অন্তত ৩ শতাধিক পর্যটক।
আজ ৬ ডিসেম্বর বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করে টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচলে ঝুঁকি রয়েছে। এতে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, গতকাল তিনটি জাহাজে ১ হাজারেরও বেশি পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়েছিল। বিকালে এদের মধ্যে ৭ শতাধিক পর্যটক ফিরে এলেও অন্যরা রাত্রিযাপনের জন্য সেন্টমার্টিন অবস্থান করেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে দ্বীপে আটকা পড়েছে ৩ শতাধিক পর্যটক।
সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের যাতে কোন ধরণের অসুবিধা না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান টেকনাফের ইউএনও।







