কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী ভাড়াকৃত একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান দিকে উল্টে যায় বাসটি। এ সময় বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, বাসে ৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিলেন, বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ক্যাম্পাসে আসার সময় চালকও ঘুম ঘুম ভাব নিয়ে বাসটি চালাচ্ছিলেন। বিত্তিপাড়ার দুর্ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ বাসের একজন চিৎকার করে ওঠে। এসময় প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থী আহত হয়। আহতদের ইবি মেডিকেল এবং কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
ইবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে ১২ শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা ছিল একটু গুরুতর।
তিনি বলেন, একজনের মাথায় আরেকজনের কানে আঘাত এবং দু’জনের পায়ের আঘাত ছিল। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে সাজেশন দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে আর কোন চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে আমরা দেব।
তবে বাসের গতি তুলনামূলক কম হওয়ায় বড় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।








