রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আর্যপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার আর্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার।
নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি বলেও জানান তিনি। এছাড়াও আহত ব্যক্তিকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে উপজেলার আর্যপুর নামক স্থানে মালবাহী ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে ৩ নির্মান শ্রমিক নিহত হয়েছে।









