২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এ গুচ্ছের তিনটি বিশ্ববিদ্যালয়। তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে এ তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা চিঠিটি বিশ্ববিদ্যালয়গুলোতে পৌঁছেছে বলে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।
সার্বিক বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ১ ডিসেম্বর গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। এতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তবে ইতিমধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। প্রকৌশল গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (রুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।









