গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার বাকি ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার বিশেষ আদালত-৩ এর বিচারক আবু তাহেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসন ছাড়া অন্য দুজন হলেন সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
ঠিকাদারী প্রতিষ্ঠান গ্লোবাল এগ্রো ট্রেড প্রাইভেট লিমিটেড- গ্যাটকোকে ঢাকার কমলাপুরের আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ পাইয়ে দিতে সরকারের সাড়ে ১৪ কোটি টাকা ক্ষতি হয়েছে এমন অভিযোগ এনে রাজধানী তেজগাঁও থানায় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরের বছর ১৩ মে বেগম খালেদা জিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
ওই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শোনেন।
আসামীপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, রায়ে ১৫ জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন ও আমির খসরুম মাহমুদ চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেন। অন্যদিকে বাকি ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
গ্যাটকো মামলার আসামি বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ বিভিন্ন সময়ে ১০ জন মৃত্যুবরণ করেন। দুজন পলাতক রয়েছেন।









