প্রচণ্ড বৃষ্টিতে সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে প্রাণ হারিয়েছেন চারজন। আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ (১৯ মে) সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। দিনাজপুরের বীরগঞ্জ ও সদর উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকার বাবলু ফার্মের সামনে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরগাঁও থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসচালক মানিক হোসেন (৩৪) ও যাত্রী দেলোয়ার হোসেন (৩৬)। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মো. ইমরুল (৪০) ও জুলফিকার আলী নামের আরও দুইজন। আহতরা হলেন– আল-মামুন (৪০), আবদুস মান্নান (৩৭) ও নাহিদ (৩২)। তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এবং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মানিক হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার বাসিন্দা এবং দেলোয়ার হোসেন একই উপজেলার হাজীপাড়ার বাসিন্দা ছিলেন।
ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একইদিন সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সারবোঝাই ট্রাক উলটে গেলে চালকসহ দুইজন আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।









