জামালপুরের ইসলামপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামের এক নারী। তবে জন্মের পর ৪ নবজাতকের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। খুশি বেগম ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী।
আজ বুধবার (১৫ মে) সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জন্ম দেন খুশি বেগম। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয় খুশি ও তার চার শিশু সন্তানকে। সেখানে দুই ছেলে শিশু ও ১ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। অপর এক ছেলে শিশু নিবিড় পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, বেঁচে থাকা শিশুটির অবস্থা আশঙ্কাজনক তবে মা খুশি বেগম সুস্থ রয়েছেন। জামালপুর জেনারেল হাসপাতালে শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গর্ভধারনের মাত্র ৬ মাসের মধ্যেই বাচ্চাগুলোর জন্ম হয়। বাচ্চাগুলোর জন্মের সময় ওজন ছিল ৬শ থেকে ৭শ গ্রাম।
তিনি জানান, ইসলামপুর থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরে ৩টি বাচ্চার কোন লাইফ সাইন পাওয়া যায়নি। এখনো একটি ছেলে বাচ্চা বেঁচে রয়েছে তবে তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।









