গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়েছে।
আজ (১৭ মার্চ) রোববার ভোর ৫টায় ৪০ বছর বয়সী মোহাম্মদ আরিফ এবং সকাল সাড়ে ৬ টায় মহিবুল নামে ২৫ বছরের তরুণের মৃত্যু হয়। এর আগে গতকাল শনিবার সন্ধায় একই হাসপাতালে চিকিৎসাধীন ৩ বছরের তাইয়েবা নামের একজন শিশুর মৃত্যু হয়। গাজীপুরে অগ্নিদগ্ধের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিউটের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, এখনও তাদের তত্ত্বাবধায়নে আরও ২৪ জন দগ্ধের চিকিৎসা চলছে। এর মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১ জনের অবস্থা স্থিতিশীল।








