কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশার কারণে কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার বুড়িচং এলাকায় আরো একটি সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হন।
রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এস আই ফারুক হোসেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে ছুফুয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের পেছনে থেকে ধাক্কা দেয় লরি। এতে লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান চালক। গুরুতর আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান।
নিহত চালক আবদুল জব্বার (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে। নিহত হেলপার শাকিল (২২) নোয়াখালী জেলার চরজব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এদিকে রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় আখতার নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া–সিন্দুরী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।









