কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার পৃথক ৩ হাওড় এলাকায় বজ্রপাতে দুইজন কৃষক ও একজন কৃষাণীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ২৮ এপ্রিল সকালে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওড়ে খড় শুকাতে গিয়ে ফুলেছা বেগম (৬৫) নামের এক কৃষাণীর বজ্রপাতে মৃত্যু হয়। একই দিনে সকাল ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলার হালালপুর ও খয়েরপুর হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে আরও দুই কৃষক, ইন্দ্রজীত দাস (৩৬) ও স্বাধীন মিয়ার (১৪) মৃত্যু হয়।
মিঠামইন থানার উপপরিদর্শক অর্পন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফুলেছা বেগম বাড়ির পাশে ধানের খড় শুকাতে দিয়েছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, সোমবার সকাল ১০টার দিকে কৃষক ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওড়ে পাকা ধান কাটছিলেন। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই সময় স্বাধীন মিয়া খয়েরপুর হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।
এই ঘটনায় এলাকাবাসী ও প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। বজ্রপাতে নিহত কৃষকদের মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









