শেখ সেলিম: ঝিনাইদহে চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ২২ ফেব্রয়ারি রাত সাড়ে ৯টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর শ্মসানঘাট এলাকায় সেচখালের পাশে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতরা হলেন—হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্যামের মৃত রাহাজ উদ্দিনের ছেলে চরমপন্থি নেতা হানিফ ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন। এদের মধ্যে আরকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে অনেকগুলো গুলির শব্দ শুনতে পাই। সেসময় আমরা শঙ্কার মধ্যে থাকি। এর প্রায় ঘণ্টা দেড়েক পর পুলিশ আসে সেখানে। পরে আমরা বের হয়ে গিয়ে দেখি তিনজনের লাশ পড়ে আছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিদের মাথায় ও বুকে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে ১টি ম্যাগজিন, ২টি মোটরসাইকেল ও গুলি পাওয়া গেছে।
এদিকে ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনার দায় স্বীকার করে কথিত জাসদ গণবাহিনীর নেতা কালু গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন।
স্থানীয়দের ধারণা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।









