পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় করাচি শহরে ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি এবং একজন আট বছরের শিশু রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় উদ্ধারকারী সংস্থা।
আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে করাচির বিভিন্ন এলাকায় আজ গুলি ছোড়ার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে করাচির আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক শিশুর। অপরদিকে কোরাঙ্গি এলাকায় নিহত হন স্টিফেন নামের এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ বহু এলাকা থেকে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর এসেছে। আহতদের অধিকাংশই পথচারী এবং স্থানীয় বাসিন্দা।
এই ঘটনায় করাচির বিভিন্ন এলাকা থেকে ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি। এ ঘটনায় একাধিক মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের বেপরোয়া ও বিপজ্জনক আচরণ বরদাশত করা হবে না। ফাঁকা গুলি ছোড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপদ ও আইনানুগ উপায়ে উৎসব উদ্যাপনের আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা নতুন নয়। গত বছরও একই দিনে শহরে অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন, আর ২০২৩ সালে আহতের সংখ্যা ছিল ৮০ জন।









