যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক ট্রাক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় ২১ বছর বয়সী ভারতীয় নাগরিক জশানপ্রিত সিংকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী এই যুবককে মদ্যপ অবস্থায় গুরুতর দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিং তার ট্রাক দিয়ে ধীরগতির ট্রাফিকে আঘাত করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার মুহূর্ত জশানপ্রিত সিং-এর ফ্রেইটলাইনার ট্রাকের ড্যাশক্যামে ধরা পড়ে। ট্রাকটি একটি এসইউভিতে ধাক্কা দিলে ৩ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। আহতদের মধ্যে জশানপ্রিত সিং নিজেও আছেন এবং একজন মেকানিকও ছিলেন, যিনি গাড়ির টায়ার পরিবর্তনে সহায়তা করছিলেন।
পুলিশ জানিয়েছে, জশানপ্রিত সিং কোনও ব্রেক ব্যবহার করেননি এবং মাদকাসক্ত অবস্থায় ট্রাফিকে আঘাত করেছিলেন। তার টক্সিকোলজি পরীক্ষায় মাদক গ্রহণ নিশ্চিত হয়।









