কক্সবাজারের রামুতে বাসের সঙ্গে ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত যাত্রী।
সোমবার (১৬ জুন) সকালে রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সকলে বাসের যাত্রী বলেও নিশ্চিত করেন তিনি। নিহতদের মধ্যে এক নারী এবং এক পুরুষ ও এক শিশু রয়েছে। নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে একটি ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায় আর ক্যাভার্ডভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে বাসের ৩ যাত্রী নিহত এবং ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রামু হাইওয়ে পুলিশের পরিদর্শক জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে। নিহতদের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।









