ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীর নতুন প্রধান নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হাশিম সাফিউদ্দিন সংগঠনের প্রধান হতে যাচ্ছেন। সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। নাসরুল্লাহর মৃত্যুকে বাঁক বদলের ঐতিহাসিক মুহুর্ত হিসেবে অভিহিত করেছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট একে বিচারিক প্রক্রিয়া হিসাবে উল্লেখ করেছেন। অন্যদিকে, হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় পাঁচদিনের শোক ঘোষণা করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে ইরান।








