গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগ ও পলিথিনে মোড়ানো অলি মিয়া নামের যুবককে ৮ টুকরো করে হত্যার ঘটনায় মূল হোতাসহ ৩ জনকে চট্টগাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১০ আগস্ট) র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আপেল মাহমুদ সাদেক ও তার স্ত্রী শাওন বেগম এবং সাজ্জাদ হোসেন রনি।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, খুন হওয়া অলি মিয়া আসামী আপেলের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আপেলের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এই হত্যাকান্ড ঘটেছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে গাজীপুরের স্টেশন রোড হাজী বিরিয়ানি হাউজ ও নান্না বিরিয়ানি হাউজ এর সামনে ট্রাভেল ব্যাগ ও পলিথিনে মোড়ানো ওই যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। আর নিহতের মাথা উদ্ধার করা হয় আসামি আপেল মাহমুদের বাসার বাথরুমের ওপর থেকে।









