অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ও ২ রাউন্ড তাজানগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০। এছাড়াও আরেকটি পৃথক অভিযানে ৫৫ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে আটক করে র্যাবের বিশেষ এ দলটি।
শনিবার (১ মার্চ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল দুপুরে শ্রীনগর উপজেলার শীর্ষ সন্ত্রাসের জনপদখ্যাত বাঘরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও ২ রাউন্ড তাজানগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে র্যাবের আভিযানিক দলটি। এছাড়াও শুক্রবার দিবাগত রাতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পোস্তগোলা এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাসীকালে একটি প্রাইভেটকার থেকে ৫৫ কেজিসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
এছাড়াও গত কয়েকদিনে সিরাজদিখানে প্রবাসী শান্ত হত্যা মামলার রহস্য উদ্ঘাটনপূর্বক আসামি গ্রেপ্তার, ইতালি নেওয়ার প্রলবন দেখিয়ে অবৈধপথে লিবিয়া আটকে রেখে মুক্তিপন দাবি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের দু’জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী ও অস্ত্রধারী গ্রেফতার এবং মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে র্যাব-১০ এর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।
অস্ত্রবাজদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি করে তিনি বলেন, অভিযানের ধারাবাহিকতায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র্যাব-১০ তার গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।









