আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত বিদেশে থাকা ২৯ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল পৌনে ১০টায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী, অ্যাপ চালুর পর সকাল ১০টা পর্যন্ত মোট ২৯ হাজার ৩৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ২৫ হাজার ৮০৮ জন পুরুষ এবং তিন হাজার ৫৭০ জন নারী।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই দিনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১৪৮টি দেশকে পোস্টাল ভোট নিবন্ধনের আওতায় আনা হয়।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৯–২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসীরা নিবন্ধন করেছেন। ২৪–২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা ও ওশেনিয়ার দেশগুলোতে থাকা বাংলাদেশিরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪–৮ ডিসেম্বর সৌদি আরব, ৯–১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া, এবং ১৪–১৮ ডিসেম্বর সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
পোস্টাল ব্যালট নিবন্ধন পদ্ধতি
ইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসী ভোটারকে যে দেশ থেকে ভোট দিতে চান, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় নথি ও নির্দেশনা দেখে নিবন্ধন সম্পন্ন করা যাবে। সঠিক ঠিকানা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলেছে নির্বাচন কমিশন।









