যুদ্ধবিরতির পর গতকাল সুদানের রাজধানী খার্তুম জুড়ে গোলাগুলি, বিস্ফোরণ এবং ওভারহেড ফাইটার জেট হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও বন্দুকধারীরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার জন্য কাজ করা লোকদের বাড়িতে হামলা করেছে বলে জানা গেছে। এই ঘটনার পর সুদানে মৃতের সংখ্যা বেড়ে ২৭০ এ গিয়ে ঠেকেছে।
সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সুদানের খার্তুমে সেনা কমান্ড এবং রাষ্ট্রপতির প্রাসাদের কাছে দেশটির সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চতুর্থ দিনের লড়াই চলছে। ২৪ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পর স্থানীয় সময় দুপুর ১২ টায় মধ্য খার্তুমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের বরাত দিয়ে জানিয়েছে, এই অস্থিরতায় অন্তত ২৭০ জন নিহত এবং ২,৬০০ জনেরও বেশি আহত হয়েছে। বন্দুকধারীরা শহরের নারীদের ওপর যৌন নির্যাতন ও ঘরে ঘরে লুটপাট শুরু করেছে। ইউনিফর্মধারী কর্মীরা প্রবাসীদের বাসস্থানে প্রবেশ করে নারী ও পুরুষকে আলাদা করছে এবং তাদের ধরে নিয়ে যাচ্ছে।
তবে আরএসএফ এই প্রতিবেদনগুলি অস্বীকার করে জানিয়েছে, তারা কখনও জাতিসংঘের কোনও কর্মী বা কর্মচারীকে আক্রমণ করবে না। আরএসএফ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল।







