গত ১ অক্টোবর লেবাননে ইসরায়েলের স্থল বাহিনীর অভিযান শুরু করার পর থেকে ৪ দিনে সেখানে নিহত হয়েছেন হিজবুল্লাাহর অন্তত ২৫০ জন যোদ্ধা। গত চারদিনে লেবাননে হিজবুল্লাহর দু’ হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।
আল জাজিরা জানিয়েছে, গতকাল (৪ অক্টোবর) শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক বিমান হামলা হয়েছে। লেবানন-সিরিয়া সীমান্তে মাসনা নামের ওই ক্রসিংয়ে ইসরায়েলের হামলায় সড়কপথের বড় একটি অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। চলাচল করতে পারছে না যানবাহন।
লেবানন সরকারের হিসেবে, গত ১০ দিনে ইসরায়েলের হামলায় দেশটি থেকে ৩ লাখের বেশি মানুষ সিরিয়ায় পালিয়ে গেছে। বৈরুতেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। হামলা হয়েছে রাজধানীর দক্ষিণ উপকণ্ঠের কাছে লেবাননের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দর বৈরুত-রাফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান নেতা হাশেম সাফিয়েদ্দিনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্রসিংয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হয়।









