পৃথিবীর ভূস্বর্গ খ্যাত শীতপ্রধান অঞ্চল কাশ্মীরে ২৫ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমে এই অঞ্চলের মানুষ বিপর্যস্ত হয়ে বৃষ্টি প্রার্থনা করছেন।
সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত (২৮ জুলাই) রোববার কাশ্মীরে ছিল জুলাইয়ের সর্বাধিক উষ্ণতম দিন। কাশ্মীরের শ্রীনগর শহরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ছিল সেখানে এ বছরেরও সর্বোচ্চ তাপমাত্রা।গত কয়েকদিন ধরেই উপত্যকার একাধিক এলাকায় প্রচণ্ড তাপপ্রবাহ বইছে।
কাশ্মীরের আপেল, আখরোট-সহ বিভিন্ন বাগানের মালিক ও কর্মীদের সতর্ক করে জানানো হয়েছে, এই গরমে তাদের কী কী ব্যবস্থা নিতে হবে।
কাশ্মীর জুড়ে এই তাপপ্রবাহ পরিস্থিতিতে নাজেহাল বাসিন্দারা। এই মুহূর্তে যারা সেখানে বেড়াতে গিয়েছেন, ভূস্বর্গের উষ্ণ আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছে তাদেরও। পরিস্থিতি এমনই যে, সেখানে ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে। স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আগামী দু’দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কাশ্মীরে ১৯৯৯ সালের ৯ জুলাই ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। ২৫ বছর পর আরেকবার রেকর্ড তাপমাত্রার সাক্ষী হলো কাশ্মীরের রাজধানী শহর। এর আগে ১৯৪৬ সালের ১০ জুলাই ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কাশ্মীরের শ্রীনগরে।









