দিনাজপুরের হিলি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার ১০ মে দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় আজমেরি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস এই দুর্ঘটনার শিকার হয়।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার এসআই শামীম হোসেন।
তিনি জানান, দিনাজপুর থেকে হিলির উদ্দেশে ছেড়ে আসা আজমেরি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ডাঙ্গাপাড়া পুলিশ বক্স এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় বাসে থাকা যাত্রী ও ধানকাটা শ্রমিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারি পলাতক রয়েছে।








