৯ দিনব্যাপী ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো রবিবার (১৯ জানুয়ারি)। দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনেই জানানো হয় পরবর্তী আসরের দিনক্ষণ। এবারও হয়নি ব্যতিক্রম।
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে উৎসব পরিচালক মুজতবা আহমেদ জামাল ঘোষণা করেন ২৪তম চলচ্চিত্র উৎসবের দিন। তিনি জানান, ২০২৬ সালের ১০ জানিয়ারি বসতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। পর্দা নামবে ১৮ জানুয়ারি।
তিনি জানান, রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসবে দেশ বিদেশের নির্মাতা, প্রযোজকরা সিনেমা জমা দিতে পারবেন ১ জুলাই ২০২৫ থেকে। সাবমিট করার সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
২৩তম আসরে ৬টি ভেন্যুতে দেখানো হয় ৭৫টি দেশের মোট ২২০টি সিনেমা। এরমধ্যে বাংলাদেশ প্যানোরামা সেকশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ‘ফিপ্রেস্কি জুরি’ কর্তৃক প্রদত্ত ‘সেরা ছবির পুরস্কার’ পায় শঙ্খদাস গুপ্তের ‘প্রিয় মালতী’।
এছাড়াও উৎসব সেরা ছবির পুরস্কার (এশিয়ান ফিল্ম কম্পিটিশন) জিতে নেয় শকির খলিকভ পরিচালিত উজবেকিস্তানি সিনেমা ‘সানডে’।









