টাইফুন গায়েমির আঘাতে চীন ও উত্তর কোরিয়ায় প্রবল বৃষ্টি, বন্যা এবং ভূমি ধসে ২২ জন মারা গেছে। মঙ্গলবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত রোববার ঘটনার শুরুতে সাত জনের হতাহতের তথ্য জানা গেলেও পরবর্তীতে একটি কাদা ধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ পর্যন্ত থেকে নিহতের মোট সংখ্যা ২২ জন।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির জিক্সিং শহরে চারটি মৃতদেহ পাওয়া গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে যে, পাশের একটি গ্রামে আরও তিন নিখোঁজ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে।
সিনহুয়া আরও জানায়, প্রবল বৃষ্টির কারণে প্রায় ১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ১১ হাজারের বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জিক্সিং-এ ১ হাজার ৩৪৫টি রাস্তা ধসে পড়েছে। শহরের কিছু এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। কোনো কোনো এলাকায় মাত্র ২৪ ঘন্টায় ৬৪৫ (২৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।
একই সময়ে, প্রদেশের অন্য স্থানে বাঁধ ভাঙার কারণে প্রায় চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের উপকূলে প্রতিবেশী ফুজিয়ান প্রদেশে টাইফুনের শক্তিতে ল্যান্ডফল করার পর গ্রীষ্মমন্ডলীয় ঝড় গেইমি অভ্যন্তরীণভাবে চলে যাওয়ায় হুনানে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত সপ্তাহে তাইওয়ানে ঝড় আঘাত হানে।









