দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে কমপক্ষে ২২ জনকে জোরপূর্বক তাদের গাড়ি থেকে নামিয়ে তাদের পরিচয় যাচাই করার পর হত্যা করেছে বন্দুকধারী হামলাকারীরা। এ সময় আরও পাঁচজন আহত হয়।
আজ (২৬ আগস্ট) সোমবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হামলাটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি হাইওয়েতে ঘটেছে। ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে সাম্প্রদায়িক, জাতিগত এবং বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতা চলছে।
নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি এবং ৩ জন বেলুচ রয়েছেন। তাদের বেশিরভাগই পাঞ্জাবি শ্রমিক। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় কর্মকর্তা নজিবুল্লাহ কাকার জানান, হামলাকারীদের সংখ্যা ৩০ থেকে ৪০ এর মধ্যে ছিল। তারা ২২টি গাড়ি থামায়। পাঞ্জাব থেকে আসা যানবাহনগুলো থামিয়ে, সেখান থেকে আসা ব্যক্তিদের চিহ্নিত করে গুলি করে তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই হামলার জন্য গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন।









