১২৫ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ছেলে ও মেয়েদের ইভেন্টে খেলবে ছয়টি করে দল। অলিম্পিক ঘিরে আইসিসির বোর্ড সভার নেয়া সিদ্ধান্তে দুই ইভেন্টে ম্যাচ হবে ২৮টি করে। ক্রিকেট ইভেন্ট মাঠে গড়াবে ২০২৮ সালের ১২ জুলাই।
প্রস্তাব অনুযায়ী ছেলেদের ইভেন্টে এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকার শীর্ষ র্যাঙ্কিংয়ের দলগুলো স্বয়ংক্রিয়ভাবে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। আর স্বাগতিক হিসেবে সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। বাকি থাকা ৬ নম্বর জায়গাটি কীভাবে পূরণ হবে সেটি এখনও নির্ধারণ হয়নি। মেয়েদের ইভেন্টের ৬ দল নির্ধারণ হবে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে।
২০২৮ অলিম্পিকের আগে ২০২৬ সালে জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত থাকবে ক্রিকেট। এছাড়া ২০২৭ সালের মিশরের কায়রোতে হতে চলা আফ্রিকান গেমস ও একই বছর পেরুর লিমায় প্যানাম গেমসেও অন্তর্ভুক্ত থাকবে ক্রিকেট।
২০২৮ অলিম্পিকের ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলস থেকে ৩০ মাইল পূর্বে ক্যালিফোর্নিয়ার পোমোনায়। আইসিসি চেষ্টা করবে ২০৩২ ব্রিসবেন অলিম্পিকে দল সংখ্যা আরও বাড়ানোর। সবশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার ম্যাচে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।









