নির্ধারিত হয়ে গেল ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ আইসিসি ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সবকটি দেশ। ২০ দেশের মধ্যে সর্বশেষ হিসেবে সংযুক্ত আরব আমিরাত জায়গা অর্জন করে নিয়েছে। বিশ্বকাপটিতে সবচেয়ে বড় চমক হিসেবে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ইউরোপের দেশ ইতালি।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ পূর্ব এশিয়া প্যাসিফিক বাছাইপর্বে জাপানকে হারিয়ে সংযুক্ত আরব আমিরাত যোগ্যতা অর্জন করেছে। জাপানের দেয়া ১১৭ রানের লক্ষ্য ৪৫ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে নেয় আরব আমিরাত।
তারা এশিয়ান বাছাইপর্ব থেকে তৃতীয় দল হয়ে এলো। আগে এ অঞ্চল থেকে নেপাল এবং ওমান স্থান নিশ্চিত করেছে। আরব আমিরাত তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল, ২০১৪ এবং ২০২২ সালে তারা বিশ্বকাপে খেলেছে।
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা ২০ দেশ- স্বাগতিক ভারত এবং শ্রীলঙ্কা। এছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
২০টি দেশকে পাঁচটি করে চার গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুদল সুপার এইট পর্বে যাবে, সেখানে থেকে নির্ধারণ হবে সেমিফাইনাল। আসর গড়াবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, চলবে মার্চ পর্যন্ত।









