বেশ কিছু উদ্যোগ আর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নতুন বছর। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালটি সিনেমার জন্য খুব একটা সুখকর ছিলো না। বিশেষত ব্যবসায়িক দিক বিবেচনায়। ‘তুফান’-এর মতো সিনেমা সুপারহিট হলেও হাতে গোনা কয়েকটি ছবি সিনেমা হল থেকে লগ্নি তুলে আনতে পেরেছে! তবে নতুন বছরে দেশীয় সিনেমা যে আভাস দিচ্ছে, সব ঠিক থাকলে এ বছরটি হতে পারে বাংলাদেশি সিনেমার জন্য উল্লেখযোগ্য বছর!
২০২৫ সালে মুক্তির প্রতীক্ষায় আছে বেশ কিছু মান সম্মত ও বড় বাজেটের সিনেমা। সেগুলো দিয়ে সিনেমা হল হয়ে উঠতে পারে রমরমা! একনজরে দেখে নেয়া যাক ২০২৫ সালে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো-
বরবাদ
২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। নতুন নির্মাতা মেহেদী হৃদয় পরিচালিত ছবিটির শুটিং ইতিমধ্যে সম্পন্ন। যার বেশীর ভাগ শুটিং হয়েছে মুম্বাইয়ে। এরইমধ্যে মোশন পোস্টার রিলিজ করেই মাত করে দিয়েছেন শাকিব। আসন্ন ঈদুল ফিতরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবেন। শাকিবের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন ‘প্রিয়তমা’র ইধিকা পাল। এছাড়াও ছবিতে দেখা যাবে কলকাতার দাপুটে অভিনেতা যীশু সেনকে!
তুফান ২
২০২৪ সালের সুপারডুপার হিট ছবি ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ছবিটি দিয়ে দেশ বিদেশের বাঙালি দর্শকদের মাত করে দিয়েছেন শাকিব। রাফী এমন শাকিবকে ‘তুফান’-এ পোট্রে করেছেন, যা আগে কেউ দেখেনি! শাকিব খান, মিমি ও নাবিলী অভিনীত ছবিটি বক্স অফিস মাত করার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। দর্শকের প্রবল আগ্রহে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আযহার জন্য সিনেমাটি নির্মিত হতে পারে!
দাগী
‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েই সাফল্য দেখান নিশো। রায়হান রাফী পরিচালিত সেই ছবিটি ২০২৩ সালের অন্যতম আলোচিত ছবিগুলোর একটি! এরপর থেকেই নিশোকে বড়পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। অবশেষে শিহাব শাহীনের হাত ধরে নিজের দ্বিতীয় ছবি নিয়ে ফিরছেন নিশো। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছে।
জংলি
সিয়াম আহমেদ অভিনীত ছবিটি নিয়ে গেল বছর থেকেই প্রতীক্ষায় রয়েছেন দর্শক। এম এ রাহিম পরিচালিত এই ছবিটির ফার্স্টলুক প্রকাশের পর পরই আগ্রহী হয়ে উঠে দর্শক। ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে বুবলী দীঘিকে। চলতি বছরের যে কোনো ঈদে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
নূর
রায়হান রাফী পরিচালিত আরেফিন শুভ ও ঐশী অভিনীত ‘নূর’ মুক্তির কথা ছিলো ২০২৪ সালেই! নিরেট রোমান্টিক প্রেমের ছবি ‘নূর’ এ শুভর লুক দেখে আগেই মুগ্ধ হয়েছেন সবাই। ‘নূর’ নিয়ে বেশ আগ্রহী দর্শকরা। নির্মাতা রাফী আগেই জানিয়েছেন, নূর-এ শুভর লুক দেখে দর্শক যা ভাবছেন গল্প ঠিক উল্টো হবে। তবে এ বছর কবে নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাবা
‘প্রিয় মালতী’ দিয়ে ২০২৪ সালের শেষপ্রান্তে এসে বড়পর্দায় অভিষিক্ত হলেন ছোটপর্দার সুপারস্টার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। যে ছবিটির বদৌলতে বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছেন মেহজাবীন। তরুণ নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত এই ছবিটি চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
কবি
শরিফুল রাজ অভিনীত ‘সত্তা’ খ্যাত নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের ছবি ‘কবি’। গেল বছরেই সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। ছবিতে রাজের বিপরীতে দেখা যাবে ‘প্রিয়তমা’ খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে! ছবিটি চলতি বছরে প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে।
নীলচক্র
আরিফিন শুভ ও ‘কাজলরেখা’ খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তী অভিনীত ছবি ‘নীলচক্র’। ক্রাইম থ্রিলারধর্মী এই ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিঠু খান। চলতি বছরে ছবিটি রয়েছে মুক্তির তালিকায়।
এশা মার্ডার
গেল বছরেই একাধিকবার ‘এশা মার্ডার’-এর মুক্তির কথা শোনা যায়। আজমেরী হক বাঁধন অভিনীত ছবিটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। প্রযোজনা সংস্থার তরফে জানা গেছে, চলতি বছরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।









