বুধবার নিউ ইয়র্কের ইউবিএস অ্যারেনায় বসেছিল ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’-এর আসর। টেইলর সুইফটের জন্য দারুণ সাফল্যময় রাত ছিল এটি।
এবারের আসরে ‘ফোর্টনাইট’-এর জন্য ভিডিও অব দ্য ইয়ার, আর্টিস্ট অব দ্য ইয়ারসহ নানা বিভাবে সর্বোচ্চ ৭টি পুরস্কার জিতে নিয়েছেন টেইলর সুইফট।
সং অব দ্য ইয়ার পেয়েছেন সাবরিনা কারপেনটার। ‘মুন পার্সন’-এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এবছরের সেরা নতুন শিল্পীর পুরস্কার উঠেছে চ্যাপেল রোয়ানের হাতে।
এছাড়াও পুরস্কার জিতেছেন এসজেডএ, এমিনেম, লেনি ক্রাভিটজ, ব্ল্যাঙ্কপিঙ্কের লিসা এবং টাইলা। বারোটি বিভাগে মনোনয়ন পেয়ে ভক্তদের ভোটে সাতটি পুরস্কার জিতেছেন সুইফট।
উপস্থাপনায় ছিলেন মেগান ধি স্ট্যালিয়ন। অনুষ্ঠানে পারফর্মও করেছেন তিনি। কেটি পেরি জিতেছেন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার। ছিল পেরির পারফর্মেন্সও।
এছাড়াও পারফর্ম করেছেন আনিত্তা, এমিনেম, এলএল কুল জে, বেনসন বুন, কামিলা কাবেলো, চাপেল রোয়ান, গ্লোরিল্লা, হালসে, লেনি ক্রাভিটজ, ক্যারল জি, ব্ল্যাকপিঙ্কের লিসা, শন মেন্ডেস এবং সাবরিনা কার্পেন্টার।
সূত্র: হলিউড রিপোর্টার









