যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও বজায় রেখেছে সেই ধারাবাহিকতা। দক্ষিণ এশিয়ার দেশটিকে হারিয়েছে ১০১ রানে। দিনের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।
হারারেতে টস জিতে ক্য়ারিবীয়দের ব্যাটে পাঠায় নেপাল। সাই হোপ ও নিকোলাস পুরানের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩৩৯ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নেমে ৪৯.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায় নেপাল। এ নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল ক্য়ারিবীয়রা। আর নেপাল হেরেছে দুই ম্যাচের দুটিতেই।
নগরীর অন্য মাঠে টস জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করতে পারে যুক্তরাষ্ট্র। জবাবে নেমে ৪০ বল ও ৫ উইকেট হাতে রেখে আসরে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে ডাচবাহিনী। অন্যদিকে টানা দুই ম্যাচে হারল যুক্তরাষ্ট্র।
নেপালের বিপক্ষে আগে ব্যাটে নেমে শুরুতে চাপে পড়লেও তা কাটিয়ে তোলেন সাই হোপ ও নিকোলাস পুরান। সেঞ্চুরি হাঁকান দুজনেই। ১২৯ বলে ১৩২ রান করেন হোপ, ৯৪ বলে ১১৫ রান করেন পুরান। এছাড়া ৪২ বলে ৩২ রান করেন ব্র্যান্ডন কিং, ১৪ বলে ২৯ রান করেন রুভম্যান পাওয়েল। নির্ধারিত ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৩৯ রান।
নেপালের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন ললিত রাজবন্সী।
জবাবে নেমে শুরুতেই দুই উইকেট হারায় নেপাল। সেই চাপ কাটিয়ে তোলা আর সম্ভব হয়নি তাদের। কয়েকজন ব্যাটার লড়াই জমালেও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। ফলে ২ বল বাকী থাকতেই ২৩৮ রানে সবকটি উইকেট হারায় নেপাল।
ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করেন আরিফ শেখ (৯৩ বলে ৬৩), গুলশান ঝা (৫৮ বলে ৪২), রোহিত পাদেল (৪৩ বলে ৩০), আসিফ শেখ (৩৬ বলে ২৮) ও কারান কেসি (২৭ বলে ২৮)।
ক্যারিবীয়দের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। আকিল হোসেন, কিমো পাল ও আলজারি জোসেফ নেন দুটি করে উইকেট।

অপর ম্যাচে নেদারল্যান্ডসের বিপেক্ষে আগে ব্যাটে নেমে শুরুতেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। ধারাবাহিকভাবেই হারাতে থাকে উইকেট। তিন ব্যাটার ব্যতীত উল্লেখযোগ্য রান করতে পারেননি অন্য কেউ। শেষ অবধি মার্কিনদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২১১ রান।
ব্যাটারদের মধ্যে শায়ান জাহাঙ্গীর করেন ৮৬ বলে ৭১ রান। গজানন্দ সিং ৫৭ বলে ৫৩ রান ও জেসি সিং করেন ৫৩ বলে ৩৮ রান। বাকীদের সবাই ছিলেন ব্যাট হাতে ব্যর্থ।
ডাচদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রায়ান খান ও বাস ডে লিডি।
জবাবে নেমে নেদারল্যান্ডসও শুরুতে উইকেট হারায়। তবে ব্যাটারদের দৃঢ়তায় ৬ ওভার ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। ব্যাটারদের মধ্যে স্কট এডওয়ার্ডস অপরাজিত ৬০ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। ৬৮ বলে ৫৮ রান করেন তেজা নিদামানুরু। এছাড়া ভেসলি বারেসি করেন ৪৪ বলে ২৯ রান।
যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন জেসি সিং।








