তিউনিসিয়ার পূর্ব উপকূলে দু’টি অভিবাসী নৌকাডুবির ঘটনায় ২৭ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ সকলেই মারা গেছেন। এছাড়াও ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, প্রথম নৌকাটি শুক্রবার তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়।
আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ইউরোপ যাওয়ার পথে স্ফ্যাক্স শহরে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৩৭ জন আরোহী ছিলেন। যার মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ২০ আরোহী।
শনিবার দ্বিতীয় নৌকাডুবির পর একটি সমুদ্র সৈকত থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্ফ্যাক্স শহরের ফৌজি মাসমুদি নামের এক মুখপাত্র বলেন, দ্বিতীয় নৌকায় থাকা ৩৬ জনকে উদ্ধার করা হয়। এছাড়াও নিখোঁজ রয়েছে তিনজন।
তিনি বলেন, মার্চের শুরু থেকে তিউনিসিয়ায় অন্তত সাতটি অভিবাসী নৌকাডুবির ঘটনা ঘটে। এতে প্রায় ১০০ জন মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।
দেশটির কোস্টগার্ড অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে ১৪ হাজারেরও বেশি অভিবাসী তিউনিসিয়া থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় বাধা পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা পাঁচ গুণেরও বেশি।








