ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের জিলাস্কুল হোস্টেল মাঠে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জিলা স্কুল হোস্টেলের মাঠের পাশে অকেজো ল্যাম্পপোস্ট চুরি করতে করাত দিয়ে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় রাকিব। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে গিয়ে হৃদয় নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। গুরুতর আহত হয় হৃদয়।
পরে স্থানীয়রা খোঁজ পেয়ে দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।









