রাঙ্গামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কে গাছবোঝাই পিকআপ খাদে পড়ে উল্টে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন কামিলাছড়ি মগবান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









