রাঙ্গামাটি জেলা শহরের আসামবস্তী এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত একজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম রেফার করা হয়েছে।
নিহতরা হলেন—অর্ণব চৌধুরী (১৭) পিতা-বাবুল চৌধুরী ও এডিসন সাহা (১৬) পিতা-অমিত সাহা। মুমূর্ষু ছাত্রের নাম শিবম দাশ (১৬) পিতা নয়ন দাশ। তিনজনই রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও ঘটনাস্থল এলাকায় বসবাসরত সাংবাদিক মো. নাজিম উদ্দিন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিন বন্ধু মিলে রাঙ্গামাটির আসামবস্তী প্রবেশ মুখে সাম্পান ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে হ্রদে সাঁতার কাটতে গেলে তারা হ্রদের পানিতে তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেলে পরে সবাই মিলে তাদের উদ্ধার করার পর রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় দুনের মৃত্যু হয়েছে এবং অন্য একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, পানিতে ডুবে যাওয়া তিনজনকে হাসপাতালে আনা হলে সেখানে অর্ণব চৌধুরী ও এডিসন সাহাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আহত শিবম দাশকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।








