ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী। একইসঙ্গে একটি উড়োজাহাজ টেক অফ করেছে, আর অন্যটি করেছে ল্যান্ডিং। বিমানবন্দরের একই রানওয়েতে দু’টি উড়োজাহাজ চলে আসার ঘটনাটির ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে।
সোমবার (১০ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় মাত্র ৫০৯ মিটারের দূরত্ব ছিল উড়োজাহাজ দুটির।
প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের বিমানবন্দরে উড়োজাহাজ দুটি খুব কাছাকাছি চলে আসে, এদের মাঝে মাত্র ৫০৯ মিটারের দূরত্ব ছিল। মুম্বাই বিমানবন্দরে ইন্ডিগোর একটি উড়োজাহাজ অবতরণ করছিল। আর একই সময়ে ওই রানওয়ে থেকেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট টেক অফ করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুটি উড়োজাহাজই একই রানওয়েতে। এয়ার ইন্ডিয়ার একটি জেট যখন রানওয়ে থেকে উড্ডয়ন করছিল, তখন এটির ঠিক পেছনেই ওই রানওয়েতে নামছিল ইনডিগোর বিমানটি।
দুর্ঘটনা পরিস্থিতির ব্যাখ্যায় ইনডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোর-মুম্বাই ফ্লাইটের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ অনুসরণ করেছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘যাত্রীদের নিরাপত্তাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই। ঘটনাটি পদ্ধতি অনুসারে হয়েছে বলে আমরা ইতিমধ্যেই রিপোর্ট করেছি।’
এয়ার ইন্ডিয়াও দাবি করেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের বিমানটি উড্ডয়নের জন্য ছাড়পত্র দিয়েছিল। এ বিষয়ে চলমান তদন্তে সংস্থাটি সহযোগিতা করছে বলেও জানিয়েছে।









