ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপিনাথপুরে মাছভর্তি পিকআপ ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
আজ (২৪ অক্টোবর) মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে একটি মাছভর্তি পিকআপ ও জি এস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ চালক শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)। ঘটনাস্থলেই পিকআপে থাকা এই ২ জন নিহত হন।
ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা পিকআপের সামনের অংশ কেটে নিহতদের লাশ উদ্ধার করেন। আজ সকালে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







