শেরপুরে নকলা উপজেলার টালকি ইউনিয়নের মজিদবাড়ি পূর্বপাড়া এলাকায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া (৪০) ও তার ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী মোসাম্মদ পারভীন আক্তার (৩৫)। নিহত মজিদ মিয়ার ছেলে রোকন মিয়াকে (১৩) আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তি করানো হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা বিন ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছেন।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘুর্ণিঝড় রিমেলের প্রভাবে দুদিন আগে ঝড়ে ফিরোজ মিয়ার বাড়ির চালের উপরে বিদ্যুতের তার ছিড়ে যায়। বুধবার বিকেলে সেই ছেঁড়া তার বাড়ির উঠানে পড়ে যায়। বিকেলে গৃহবধু পারভিন আক্তারের ওপর ওই ছেঁড়া তারে হাত দিলে আটকে যান। এসময় ফিরোজ মিয়া তার ভাতিজার স্ত্রীকে বাঁচাতে গেলে তিনিও ওই ছেঁড়া তারে আটকে যান।
আরও জানা যায়, স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় উদ্ধার করতে গিয়ে মৃত ফিরোজ মিয়ার ছেলে রোকন মিয়াও আহত হন।









