ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।
সোমবার (২৬ আগস্ট) তাদের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।
ড. সায়মা হক বিদিশা অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং ড. মোহাম্মদ ইসমাইল ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশলের অধ্যাপক।
এর আগে, একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে অ্যাকাডেমিক ও কার্যকরি ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রেখে চলেছেন।









