গাজীপুরের কোনাবাড়ী খোলাপাড়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) এস এম আরিফ জানান, গতকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া রেল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেলে করে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এশরার নগর হাউজিংয়ের বাসিন্দা সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ।









