ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে সিএনজি চালকসহ এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসক তাদের দুজনকেই ঢাকায় রেফার করেন। ঢাকায় যাওয়ার সময় পথেই তারা দুজনই মারা যান।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন, দুর্ঘটনায় পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের মরদেহ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে।









