যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি বন্দিশিবিরে বন্দুক হামলার ঘটনায় ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মিরর নিউজের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন বন্দুকধারী পাশের একটি ভবন থেকে আইসিইর বন্দিশিবির লক্ষ্য করে গুলি চালিয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারিনি।
এফবিআই এই সহিংসতার ঘটনা তদন্ত করছে।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে কেউই আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছিলেন না।
ঘটনা সম্পর্কে অবগত দুই আইন প্রয়োগকারী কর্মকর্তার মতে, নিহতদের মধ্যে কমপক্ষে দুই বন্দী রয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারী উঁচু অবস্থান থেকে গুলি চালিয়েছে।









