লক্ষ্মীপুরে জেলা কমলনগরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার ২০ মে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে কমলনগর উপজেলার তুলাতলি এলাকায় বিপরীত দিক থেকে সিএনজি চালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা দুই ব্যক্তি মারা যান।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল এবং কমলনগরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কমলনগর উপজেলার কাদির পণ্ডিতের হাট এলাকার হাজি নোয়াব আলীর পুত্র ওসমান গনি (৫০) ও ফলকন ইউনিয়নের নুর উদ্দিন মিঝির পুত্র মো. রফিক উল্লাহ (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরের দিকে তারা ঢাকা থেকে লক্ষ্মীপুর পৌঁছার পর সিএনজি নিয়ে চালিত অটোরিকশা নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক রামগতি থেকে লক্ষ্মীপুর অভিমুখি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি উল্টে পার্শবর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওসমান নিহত হয়। গুরুতর অবস্থায় রফিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।









