দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ৩ মে বিরামপুর-হিলি সড়কে ও দিনাজপুর-ঘোড়াঘাট মহা সড়কে এই দুর্ঘটনা দুটি ঘটে।
শুক্রবার দুপুর ১টার দিকে হাকিমপুর হিলির ধরন্দা ফকিরপাড়া নামকস্থানে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত একজন নিহত হয়েছেন।
মোয়াজ্জেম হোসেন নামে স্থানীয় একজন জানান, জুম্মার নামাজ শেষে বাড়িতে আসার সময় দেখতে পাই একটি লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাকিমপুর থানার এসআই সুজা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা আছে। আমরা সেই এলাকার একটি সিসিটিভির ফুটেজ দেখতে পেলাম তিনি সেই স্থানে বসে ছিলেন। তার একটি ট্রাক আসার সময় ট্রাকের সামনের চাকা পার হয়ে গেলে সে পিছনের চাকার নিচে নিজেই মাথা ঢুকে দিয়ে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে, বেলা ১২ টায় দিনাজপুর-ঘোড়াঘাট মহা সড়কের নবাবগঞ্জে ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। নিহত যুবকের নাম জয় চন্দ্র (১৯)। নিহত জয় চন্দ্র ঘোড়াঘাট উপজেলার কাবিলপুর গ্রামের শ্রী রতন চেচারুর ছেলে। আহত শ্রী অনিক চন্দ্র একই এলাকার অনিল চন্দ্রের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম।









