শেরপুর জেলা শহরের অষ্টমীতলা এলাকায় মাইক্রোবাস, অটোরিক্সা ও মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোরসহ ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।
নিহতরা হলেন, শহরের দূর্গানারায়নপুর এলাকার সনজিত এর ছেলে গৌরব (২৫) এবং সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকার বাসিন্দা কিশোর রনি (১২) বলে হাসপাতালের রেকর্ড সূত্রে জানা গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অন্যদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আগত একটি অটোরিকশা এবং মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেল আরোহীরা মারাত্মকভাবে আহত হন। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল নিয়ে যান। গুরুতর আহত রনি ও গৌরভ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেরপুর সদর থানার ওসি মো. জোবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









