রাঙ্গামাটি – চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ঘটনাস্থলে ২ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মধ্যে ১ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পর্যটকবাহী বাসটি উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।নিহত এবং আহতরা চট্টগ্রামের ভাটিয়ারির একটি ইট ভাটার শ্রমিক।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিমুল মো: রফি জানান, চট্টগ্রামের ভাটিয়ারীর ব্রিকস এন্ড ক্লে লিঃ এর একটি ইট ভাটার শ্রমিকরা বাস যোগে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম ফেরার পথে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মানিকছড়িতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের চাপায় নিহত ২ জনসহ আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবব্রত ভট্টাচার্য্য জানান, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে বাস দুর্ঘটনায় রাঙ্গামাটি সদর হাসপাতালে ৬ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, আহত ৪ জনের মধ্যে ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম জানান, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে বাস দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্টের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।








