পটুয়াখালী-গলাচিপা সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন যাত্রী।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি গলাচিপা থেকে পটুয়াখালী যাবার পথে বাঁশবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও গলাচিপা উপজেলা প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপড়তা পরিদর্শন করেন। এসময় তারা নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ও দুর্ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশাস দেন।
এই ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।







