ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকায় দুই বাসের মুখোমখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
সোমবার (২ ডিসেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও যশোরের মনিরামপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
মো. রোমান মোল্যা বলেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরের উদ্দেশে ছেড়ে আসা লোকাল বাসটি গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটি পিছন দিক থেকে লোকাল বাসটিকে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক মাসুম মিয়া নিহত ও বাসের অন্তত ৯ যাত্রী আহত হন।
তিনি বলেন, খাদে পড়ে যাওয়া বাসের ভেতর থেকে ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।









