টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলের বাঁশবাহী মহিষের গাড়ির সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী জুয়েল রানা (২০) ও শাহাদত (১৮) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) ঘাটাইল থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘীর হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার জোরদিঘী ফজরগঞ্জের প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।
নিহতের স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত দুই বন্ধু জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারের উদ্দেশে ঘুরতে বের হয়। পথিমধ্যে অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাঁশবাহী মহিষের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একসাথে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









