দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী নৈশ বাস এবং মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ যাত্রী। রোববার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা সড়কের বিরামপুর উপজেলার ভাদুরিয়া বিজুল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাবিল পরিবহনের চালক গোলাম রব্বানী (৩২) ও ট্রাক চালক মো. আজাদ (৩৭)। গোলাম রব্বানী বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকার আব্বাস আলীর ছেলে এবং আজাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্য ৩ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী নৈশ বাস এবং দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা জানার পর পুলিশ ও দিনাজপুর জেলা প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে। নিহততের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনার কবলিত গাড়ী দু’টির কারণে সড়কে যানজট সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে সরিয়ে ফেলা হয়েছে। সড়কে চলাচল এখন স্বাভাবিক।
আহতদের দেখভাল এবং ঘটনার সার্বিক তত্ত্বাবধানে থাকা দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মেহেদি হাসান জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালেই আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এককালিন ২৫ হাজার টাকা এবং আহতদেরকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।







