মুন্সীগঞ্জ শহরের নিকটবর্তী মহাকালী ইউনিয়নের উত্তর কেওয়ার গ্রামের ঢালী বাড়িতে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলো- মরিয়ম (সাড়ে ৮) ও আলআমিন (৬)। তারা স্থানীয় মতি ঢালীর বাড়ির ভাড়াটিয়া নূরে আলম গাজির দুই সন্তান।
শুক্রবার ৩ মে সন্ধ্যায় শিশুদের মরদেহ পাশ্ববর্তী পুকুরে ভেসে উঠলে এলাকার লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে পল্লী চিকিৎসকের কাছে তাদের নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুরের পর দুই ভাই-বোন নিখোঁজ হয়। প্রায় ১ ঘণ্টা পরিবার বুঝতে পারে তারা নিখোঁজ হয়েছে। পরবর্তীতে পরিবারের লোকজনসহ এলাকাবাসী তাদের আশপাশে খোঁজাখুঁজি শুরু করে।
মহাকালী ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীর মিজি বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখানে মতি ঢালীর বাড়িতে ভাড়া থাকেন শিশুদের বাবা নূরে আলম গাজি। তিনি এখানে দিনমজুরের কাজ করে পরিবার চালাতেন।
মুন্সীগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, শিশুদের মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেযা হয়নি।









